গোলাবশাহ কিশোর সংঘের শিক্ষা উপকরণ ও স্কুল ফি বিতরণ
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ৮:০২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজারে গোলাবশাহ কিশোর সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপরকরণ ও স্কুল ফি বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় কসবা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের মধ্যে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সংঘের সভাপতি আফজাল হোসেন সাজুর সভাপতিত্বে ও শিক্ষা সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোঃ আব্দুস শুকুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি আসুক আহমদ আসুক, গোলাবশাহ্ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রফিক উদ্দিন তোতা।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাবেক সভাপতি আব্দুস সামাদ, আবু আহমদ সাহেদ, সাবেক শিক্ষা সম্পাদক হাসানুল হক, যুক্তরাজ্য প্রবাসী ইব্রাহিম ফেরসদৌ, গভর্নিং বডির সদস্য মারুফ আহমদ, সংগঠনের সাধারণ সম্পাদক আকবর হোসেন লাবলু,
সহ শিক্ষা সম্পাদক বদরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মাসুদ আহমদ জনি, সমাজসেবা সম্পাদক কাওছার হোসেন, সহ-তথ্য-প্রযুক্তি সম্পাদক মাহমুদুর রহমান লিয়ন, সহ-প্রচার সম্পাদক মুহাইমিন অপু প্রমুখ।
এছাড়া সভায় এলাকার বিভিন্ন পর্যাযের মুরব্বি, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ ক্লাবের সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।