সিলেটে শুদ্ধ সুরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় বিয়ানীবাজারের খলিল চৌধুরী শ্রেষ্ঠ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ৯:৫৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
‘শুদ্ধসুরে জাতীয় সংগীত পরিবেশন’ সিলেট জেলা পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
শনিবার সকালে সিলেট শহরস্থ কবি নজরুল অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার শুরু হয়।
জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় প্রাথমিকে সিলেট সদর উপজেলার প্রতিনিধিত্বকারী জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, মাধ্যমিক পর্যায়ে বিয়ানীবাজার উপজেলার খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে দক্ষিণ সুরমা উপজেলার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের দল জেলা পর্যায়ে শ্রেষ্ট হয়েছে।
এছাড়া প্রতিযোগিতায় প্রাথমিকে বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয়, ফেঞ্চুগঞ্জের চন্ড্রি প্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় তৃতীয়, মাধ্যমিকে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দ্বিতীয়
এবং বালাগঞ্জের বালাগঞ্জ সরকারি ডিএন উচ্চ বিদ্যালয় তৃতীয় এবং উচ্চ মাধ্যমিকে সদর উপজেলার বর্ডারগার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ দ্বিতীয় ও গোলাপগঞ্জের ঢাকা দক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ তৃতীয় স্থান পেয়েছে।
প্রতিযোগিতায় সিলেটের ১৩টি উপজেলা থেকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের উপজেলা পর্যায়ের শ্রেষ্ট ৩৮টি দল অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে দুপুরে বিজয়ী শিক্ষার্থী দলের মধ্যে সনদ ও ক্রেস্ট তুলে দেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।