চিতাবাঘ আটক

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ৯:৫৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে চিতাবাঘ আটক করা হয়েছে।
আটককৃত বাঘটি জগন্নাথপুর পৌর এলাকার হবিবপুর পশ্চিমপাড়া গ্রামের সুরুজ আলীর বাড়িতে রয়েছে।
জানাগেছে, ২১ ফেব্রুয়ারি রাতে জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে একটি হাসের ফার্মে হানা দেয় বাঘটি। এ সময় কৌশলে লোহার পিঞ্জিরে আটক করেন জনতা।
এ নিয়ে এলাকায় কৌতুলের সৃষ্টি হয়েছে এবং আটককৃত বাঘটিকে দেখতে সুরুজ আলীর বাড়িতে গিয়ে উৎসুক জনতা ভীড় জমান।