দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ে অগ্নিকান্ড, ভবনের ক্ষতি।। ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ৩:২৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের দক্ষিণ মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের একটি আধাপাকা ঘরে আগুন লেগেছে।
আজ শুক্রবার জুম্মা নামাজের সময় এ আগুন লাগার ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নেভাতে কাজ করছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ করছে বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিস।
স্থানীয়রা জানান, দুপুর ১টা ৫০ মিনিটের সময় ধোয়ার কুন্ডলি দেখে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। খিবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকাবাসী স্কুল প্রাঙ্গনে ছুটে আসেন।
বিয়ানীবাজার ফায়ার এন্ড সিভিল ডিফেন্স সার্ভিসকে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
তবে কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আগুন লেগেছে পুরাতন টিন সেড ঘরে।