বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ে একুশ উদযাপন, সৈয়দ আরব আলী শিক্ষা ট্রাষ্টের বৃত্তি বিতরণ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ৮:৫৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সৈয়দ আরব আলী শিক্ষা ট্রাষ্টের অষ্টম বৃত্তি বিতরণ করা হয়েছে।
বালিঙ্গা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আজ ম্যানেজিং কমিটির সভাপতি মাসুদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সৈয়দ আরব আলী ট্রাষ্টের ট্রাষ্টী শ্রমিকনেতা সৈয়দ মোস্তফা কামাল।
স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ দলিল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তারেক চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য ফয়সল আহমদ, সিনিয়র শিক্ষক মোঃ বাহার উদ্দিন, বিশ্বজিৎ কুমার বিশ্বাস, ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য প্রদান করে মোয়াজ্জেম হোসেন, লজুত আহমদ ও সাবিকুন নাহার শাম্মী।
সহকারী প্রধান শিক্ষক জহিরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সদস্য মো: জমির উদ্দিন, নজমুল হোসেন চৌধুরী, লুৎফুর রহমান হেলাল প্রমুখ।
মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ মোস্তাক আহমদ।
সভায় বক্তারা মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তুলে ধরেন এবং সৈয়দ আরব আলী শিক্ষা ট্রাষ্টের পক্ষ থেকে বিদ্যালয়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়।