বিশ্বনাথে গাড়ি দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ৭:৫৭ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম, বিশ্বনাথ।।
বিশ্বনাথে গাড়ি দূর্ঘটনায় জুনাইদ আহমদ জুনেদ (২৩) নামেক এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার দশঘর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কালা মিয়ার পুত্র।
বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় একই ইউনিয়নের লাটুরবাড়ি নামক এলাকায় এঘটনাটি ঘটে।
জানা গেছে, নিহত জুনাইদ আহমদ জুনেদ পেশায় ট্রাক্টর গাড়ির চালক। জুনেদ ও তার বড় ভাই জাহেদ মিয়া প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার দুপুরে হাওর থেকে ট্রাক্টরে করে নোয়াগাঁও মাটি নিয়ে গ্রামের পার্শ্ববতী গ্রামের লাটুরবাড়ী নামক স্থানে ফেলার সময় ট্রাক্টর উল্লে গিয়ে মেশিনের একটি অংশ চালক জুনেদের বুকের মধ্যে ছিটকে পড়ে।
এ সময় সে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আজ রাত সাড়ে ৮টায় নোয়াগাঁও গ্রামের জামে মসজিদের পার্শ্ববর্তী মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।
জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।