বিসিএলে লাউতাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জলঢুপ

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ৩:৫২ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএলের কোয়ার্টার ফাইনালে উঠেছে জলঢুপ ক্রিকেট ক্লাব৷
আজ তারা লাউতা ইউনিয়ন ক্রিকেট ক্লাবকে ৪০ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে৷
সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জলঢুপ ক্রিকেট ক্লাবের দলীয় অধিনায়ক জাবেদ আহমেদ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা ২৩৪ রান করে।
অতিথি খেলোয়াড় প্রকাশের ইনিংস সর্বোচ্চ ৯০ রান ও অধিনায়ক জাবেদের ৩৭ রানের এক দূর্দান্ত ইনিংস খেলেন৷ লাউতার হয়ে জুমাদ ও আরিফ ২ টি করে উইকেট লাভ করেন।
২৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মামুন ২০ ওভারে ১৯৫ রান করতে সক্ষম হয় লাউতা ইউনিয়ন ক্রিকেট ক্লাব৷
লাউতার হয়ে লিমন ইনিংস সর্বোচ্চ ৪১ রান করেন। জলঢুপ ক্রিকেট ক্লাবের মামুন,আরিফ,হাসান ২ টি করে উইকেট লাভ করনে৷
ম্যান অব দ্যা ম্যাচ প্রকাশ, মোস্ট এক্সাইটিং জাবেদ আহমদ, ওভার সিক্স লিমন, ম্যাক্সিমাম ফোর ইন ইনিংস রায়হান এবং সেরা দর্শক নাহিদ আহমদ।