শক্তিশালী বঙ্গঁবন্ধুকে ৫ উইকেটে হারিয়ে ইউনিটির শুভসূচনা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৬:২৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএলের দ্বিতীয় আসরের সপ্তম ম্যাচে শক্তিশালী বঙ্গবন্ধু স্মৃতি পরিষদকে ৫ উইকেটে হারিয়েছে প্রথমবার বিসিএলের অংশগ্রহণকারী ইউনিটি ক্রিকেট একাডেমি তিলপাড়া।
সকালে এম এ জি ওসমানী স্টেডিয়াম মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেনে বঙ্গবন্ধুর দলীয় অধিনায়ক শাহেদ আহমদ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ১৬১ রানের লক্ষ্য ছুড়ে দেয় বঙ্গবন্ধু।
বঙ্গবন্ধুর মাহবুব ৪৫ রানের একটি ইনিংস খেলেন। ইউনিটির অর্ক,অভি এবং রাহেল ২ টি করে উইকেট লাভ করেন।
১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে গালিব ও আরিফের ব্যাটিং নৈপূণ্যে মাত্র ১৬ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ে বন্দরে পৌঁছে যায় নবাগত ইউনিটি ক্রিকেট একাডেমি তিলপাড়া। ইউনিটির হয়ে গালিব সর্বোচ্চ ৬১ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন এবং আরিফ দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রানের একটি ইনিংস খেলেন।
ম্যান অব দ্যা ম্যাচ গালিব, মোস্ট এক্সাইটিং মাহবুব ,ওভার সিক্সার্স ইফতেখার আরিফ,ম্যাক্সিমাম ফোর ইন ইনিংস গালিব এবং সেরা দর্শক বদরুল ইসলাম।