ঘড়ুয়া গ্রামে বিদ্যুতের খুঁটিতে জোড়াতালি, ঘটতে পারে দুর্ঘটনা

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ৮:৫৬ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের ঘড়ুয়া গ্রামের রাস্তার পাশ দিয়ে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি ১১ হাজার ভোল্টের লাইন টেনেছে। মধ্যখানে একটি খুঁটির উপর অংশ ভেঙ্গে যাওয়াতে বিদ্যুৎ কর্তৃপক্ষ জোড়াতালি দিয়ে কোনমতে তা আটকে রেখেছে।
ঝড়-তুফানের দিন আসন্ন হওয়ায় শিগগির এখানে নতুন খুঁটি পুনঃস্থাপন করা জরুরি হয়ে পড়েছে।
নতুবা যেকোন সময় বড়ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে। এলাকাবাসী অবিলম্বে বিষয়টির সুরাহা করার জন্য পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সিলেট পল্লীবিদ্যুতের একই ধরণের ত্রæটিপূর্ণ লাইন ছিড়ে গত ৪-৫ বছর পূর্বে চারাবই গ্রামের আব্দুল মলিক মারা যান। এজন্য বৃষ্টি মৌসুম এলেই এলাকাবাসীর মনে অজানা আতংক বিরাজ করে।
এ বিষয়ে সিলেট পল্লীবিদ্যুৎ সমিতির বিয়ানীবাজার আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম অভিলাষ চন্দ্র পাল বলেন, শিগগির ত্রæটিযুক্ত বিদ্যুতের খুঁটি পরিবর্তন করা হবে।