বিসিএলে সবার আগে দ্বিতীয় রাউন্ডে ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাব

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ৪:৫৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএলের দ্বিতীয় আসরের সবার আগে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাব।
স্থানীয় এমএজি ওসমানী স্টেডিয়ামে আজ তারা লাউতা ইউনিয়ন ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে।
সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন লাউতা ইউনিয়ন ক্রিকেট ক্লাবের দলীয় অধিনায়ক রায়হান। ওপেনার মেহেদি শিপুর ৪৮ রান ছাড়া আর কেউ রান করতে পারেননি ফলে মাত্র ১৪০ রানের লক্ষ্য ছুড়ে দেয় লাউতা।
ঘুঙ্গাদিয়ার হয়ে লোকাল বয় উজ্জ্বল ৪ ওভারে ১৮ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন৷
১৪২ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের দেখা পায় ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাব।
ঘুঙ্গাদিয়া ক্রিকেট ক্লাবের হয়ে ২৩ বলে ৩৭ রানের অপরাজিত এক ইনিংস খেলেন পারভেজ।
ম্যান অব দ্যা ম্যাচ উজ্জ্বল, মোস্ট এক্সাইটিং পারভেজ, ওভার সিক্স শিপুল, ম্যাক্সিমাম ফোর ইন ইনিংস মেহেদি শিপু এবং সেরা দর্শক সিরাজ আহমদ।