বিয়ানীবাজার উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ২:০০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (আজ) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল হাছিব মনিয়া, বিয়ানীবাজার থানা অফিসার ইনচার্জ অবণী শংকর কর, দুবাগ ইউপি চেয়ারম্যান আব্দুস ছালামসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ।
সভায় স্থানীয় সরকারের চলমান উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।