লিডিং ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বারে এ ম্যুরাল স্থাপন করা হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: কামরুজ্জামান চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর মূল ম্যুরাল স্থাপনের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, সৌন্দর্যবর্ধনের কাজ অতিশীঘ্রই সম্পন্ন হবে এবং এর উদ্বোধন করা হবে।