অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার কামিন্স

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২৭ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করেছেন প্যাট কামিন্স। আর সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন পেসার প্যাট কামিন্স।
সোমবার মেলবোর্নের ক্রাউন ক্যাসিনোতে হয়ে গেল ‘অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠান। ক্রিকেটার, আম্পায়ার ও সংবাদকর্মীদের ভোটে নির্ধারিত হয় সেরার স্বীকৃতি। ১৫৬ ভোট পেয়ে বর্ষ সেরা হয়েছেন এই ফাস্ট বোলার। ১৫০ ভোট পেয়ে দ্বিতীয় সেরা নাথান লায়ন। অ্যারন ফিঞ্চ পেয়েছেন ১৪৬ ভোট।
বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন লায়ন। ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন মার্কাস স্টয়নিস। আর বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার নির্বাচিত হয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। সেরা উঠতি ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন উইল পুকোভস্কি।
নারী ক্রিকেটাদের মধ্যে বর্ষসেরা পুরস্কার পেয়েছেন অ্যালিসা হিলি। এই উইকেটকিপার-ব্যাটসম্যান জিতেছেন নারীদের বর্ষসেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কারও।-অনলাইন