বিশ্বনাথে ইয়াবাসহ ফার্মেসি ব্যবসায়ী গ্রেপ্তার
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৪ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিশ্বনাথ নতুন বাজারের ওষুধ ব্যবসায়ী মেসার্স ওয়ার্ল্ড মেডিসিনের সত্ত্বাধিকারী আলম হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তার নিজ ফার্মেসি থেকে এসআই দেবাশীষ শর্ম্মাসহ একদল পুলিশ তাকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ১২পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আলম হোসেন উপজেলার দশঘর ইউনিয়নের বাউসী গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।
এসআই দেবাশীষ শর্ম্মা গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, আলম দীর্ঘদিন থেকে ওষুধ ব্যবসার আড়ালে জমজমাট মাদক ব্যবসা চালিয়ে আসছে। মাদক আইনে মামলা দেওয়ার পর মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।