বিয়ানীবাজার উপজেলা নির্বাচনে নৌকার কান্ডারি আতাউর খান
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১:২৬ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক পেয়েছেন দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান।
শনিবার গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এর সভায় উপজেলা চেয়ারম্যান আতাউর খানকে পুনরায় এই পদে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।
আতাউর খান নৌকার কান্ডারি হওয়ার খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আতাউর খানের ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। ফেসবুক ও মোবাইল ফোনে অভিনন্দনের মাত্রা হাজারগুণ বেড়ে যাওয়ার আভাস চোখের সামনে ভেসে উঠেছে।
রোববার সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় ধাপের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন।
জানা যায়, বিয়ানীবাজারে আওয়ামী লীগের মনোনয়ন পেতে আতাউর রহমান খান ছাড়াও ৯ প্রার্থী আবেদন করেন। তারা হলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজি আব্দুল হাসিব মনিয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, উপদপ্তর সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, আওয়ামী লীগের কার্যকরি সদস্য শামীম আহমেদ,
চারখাই ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, জেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল বারী,উ পজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মো. জামাল হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কাশেম পল্লব, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ময়েজ আহমদ শেঠ।
এদিকে আতাউর রহমান খান নৌকার কান্ডারি হওয়ার খবরে দলের মনোনয়ন প্রত্যাশী অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি তাঁরা নৌকা বিজয়ে গুরুদায়িত্ব পালনেরও প্রতিশ্রুতি দিয়েছেন।
উপজেলা চেয়ারম্যান আতাউর খান এসব তথ্য জানিয়ে বলেছেন, দলীয় ফোরামে যত বেশি নেতাকর্মী মনোনয়ন চাইবেন, গণতন্ত্র তত শক্তিশালী হবে। পাশাপাশি দলীয় কর্মকান্ড গতিশীল ও শক্তিশালী করতে এসব নেতারা ভূমিকা রাখবেন।
তিনি বলেন, আমরা ভাই ভাই হিসেবে রাজনীতি করি, একসাথে ঢাকায় মনোনয়ন জমা দিয়েছে।
আতাউর খান বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সিদ্ধান্ত চূড়ান্ত। আমাকে মনোনয়ন দিলে খুশি, অন্যকে দিলেও নৌকার বিজয়ে কাজ করবো।