ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের নির্বাচন সম্পন্ন, বিয়ানীবাজারের দু’জন নির্বাচিত
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ৯:৩৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সিলেটে ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য নির্বাচন আনন্দ উৎসবের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
শনিবার (০৯ ফেব্র“য়ারি) প্রাথমিক ও মাধ্যমিক শাখায় অনুষ্ঠিত এ নির্বাচনে ৭জন জয়লাভ করেছেন। এরমধ্যে বিয়ানীবাজারের কৃতিসন্তান এম. শাহরিয়ার কবির সেলিম ও তাহমিনা পারভীন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও সিলেটের এডিসি (রেভিনিউ) মো. ইশতিয়াক ইমন ফলাফল ঘোষণা করেন।
এডিসি স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে শুধুমাত্র বিজয়ীদের নাম ও প্রাপ্ত ভোট দেওয়া হয়েছে। এজন্য পরাজিত প্রার্থী ও তাদের প্রাপ্ত ভোট জানা সম্ভব হয়নি।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মাধ্যমিকে সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম ৩১৫ ভোট পেয়ে প্রথম হয়েছেন। অপর দু’জন শাখাওয়াত আলী ২৫৬ ভোট এবং মুফতি এ এস শামীম আহমদ ২৫০ ভোট পেয়ে ক্রমানুসারে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।
এদিকে প্রাথমিক শাখায় মনিরুজ্জামান মনু ২৬৫ ভোট পেয়ে প্রথম এবং এডভোকেট আব্দুর রকিব বাবলু ২৩২ ভোটে পেয়ে দ্বিতীয় হয়েছেন।
অপরদিকে সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে তাহমিনা পারভীন ৬৮৪ ভোট পেয়ে প্রথম এবং রোহিনা বেগম ৩৩০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন।
এরআগে উচ্চ মাধ্যমিক শাখায় নির্ধারিত পদে দু’জন অভিভাবক সদস্য মো. আব্দুল বারী ও তাপস দাশ পুরকায়স্থ বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন।