শাহরিয়ার কবির সেলিম ব্লু বার্ড স্কুলের অভিভাবক সদস্য নির্বাচিত।। অভিনন্দন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ৭:৫০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
সিলেট ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য নির্বাচন আনন্দ উৎসবের মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার অনুষ্ঠিত এ নির্বাচনে মাধ্যমিক শাখায় তিনজন জয়লাভ করেছেন। এরমধ্যে সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি বিয়ানীবাজারের কৃতিসন্তান এম. শাহরিয়ার কবির সেলিম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
ভোট গণনা শেষে প্রিজাইডিং অফিসার ও সিলেটের এডিসি (রেভিনিউ) মো. ইশতিয়াক ইমন ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী, মাধ্যমিকে এম. শাহরিয়ার কবির সেলিম ৩১৫ ভোট পেয়ে পেয়ে প্রথম হয়েছেন।
অপর দু’জন শাখাওয়াত আলী ২৫৬ ভোট এবং মুফতি এ এস শামীম আহমদ ২৫০ ভোট পেয়ে ক্রমানুসারে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও জেলা সহ সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিম ঐতিহ্যবাহী ব্লু বার্ড স্কুল এন্ড কলেজের অভিভাবক সদস্য নির্বাচিত হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ।
পৃথক অভিনন্দন বার্তায় তাঁরা এম. শাহরিয়ার কবির সেলিমের সর্বক্ষেত্রে সাফল্য কামনা করেছেন।