ছাত্রলীগের তৃণমুল থেকে উঠে আসা দুজনই এখন এমপি

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ৩:৫৫ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্যদের নাম ঘোষণা করেছে দলটি।
শুক্রবার (০৮ ফেব্রুয়ারি) গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভায় এসব নাম চুড়ান্ত করা হয়।
সভা শেষে রাত সোয়া ১০টার দিকে গণভবন থেকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষিত নামের তালিকায় সুনামগঞ্জ ও মৌলভী বাজারের যে দুই এমপির নাম ঘোষনা করা হয় তারা দুজনই ছাত্রলীগের তৃণমুল থেকে উঠে আসা নেতৃত্ব, সামাজিক অঙ্গনে রয়েছে তাদের ব্যাপক জনপ্রিয়তা।
শামীমা শাহরিয়ার
কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ বিষয়ক সম্পাদক। ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা শামীমা শাহরিয়ার জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন জনবান্ধব কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ আসনে প্রার্থীতা ঘোষণা করলেও পরে দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়ান।সামাজিক অঙ্গনেও রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।
সৈয়দা জোহরা আলাউদ্দিন
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ মৌলভীবাজার জেলা শাখার প্রতিষ্ঠাতা সভানেত্রী ও জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজার এর প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। সৈয়দা জোহরা আলাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. আলাউদ্দিন চৌধুরীর স্ত্রী। সমাজকর্মী হিসাবে তিনি সর্ব মহলে পরিচিত।
১৯৬৭ সালে মহকুমা ছাত্রলীগের প্রাথমিক সদস্য হিসাবে তার রাজনৈতিক যাত্রা শুরু হলেও পরে তিনি জেলা ছাত্রলীগের সহ সভানেত্রীর পদেও দায়িত্ব পালন করেন। ৬৯ এর গণঅভ্যুত্থানে পুলিশ কর্তৃক নির্যাতিত ও কারবরন ও করেন তিনি। এছাড়াও ৭০-এর নির্বাচনে ও বিভিন্ন আন্দোলনে সংগ্রামে সক্রিয় অংশগ্রহন ও ৭১-এ মুক্তিযুদ্ধেও তিনি অংশগ্রহন করেন।


বাকী যাদের যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হলেন
কুমিল্লার আঞ্জুম সুলতানা, সুলতানা নাদিরা-বরগুনা, হোসনে আরা-জামালপুর, রুমানা আলী-গাজীপুর, উম্মে ফাতেমা নাজমা বেগম-ব্রাহ্মনবাড়িয়া, হাবিবা রহমান খান (শেফালি)-নেত্রকোনা, শেখ এ্যানি রহমান-পিরোজপুর, অপরাজিতা হক-টাঙ্গাইল,, শামসুন্নাহার ভূঁইয়া-গাজীপুর, ফজিলাতুন নেসা-মুন্সিগঞ্জ, রাবেয়া আলীম-নীলফামারী, তামান্না নুসরাত বুবলী-নরসিংদী, নার্গিস রহমান-গোপালগঞ্জ,
মনিরা সুলতানা-ময়মনসিংহ, নাহিদ ইজহার খান-ঢাকা, মোছা: খালেদা খানম-ঝিনাইদহ, সৈয়দা রুবিনা মিরা-বরিশাল, ওয়অসিকা আয়েশা খান-চট্টগ্রাম, কাজী কানিজ সুলতানা-পটুয়াখালী, অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকার-খুলনা, সুবর্ণা মুস্তাফা-ঢাকা, জাকিয়া তাবাস্সুম-দিনাজপুর, ফরিদা খানম (সাকী) নোয়াখালী, বাসন্তী চাকমা-খাগড়াছড়ি, কানিজ ফাতেমা আহমেদ কক্সবাজার, রুশেমা বেগম-ফরিদপুর, সৈয়দা রাশিদা বেগম-কুষ্টিয়া,, আদিবা আনজুম মিতা-রাজশাহী, আরমা দত্ত-কুমিল্লা, শিরিনা নাহার-খুলনা,
ফেরদৌসী ইসলাম জেসী-চাঁপাইনবাবগঞ্জ, পারভীন হক সিকদার-শরীয়তপুর, খাদেজা নুসরাত-রাজবাড়ী, শবনম জাহান শিলা-ঢাকা, খাদিজাতুল আনোয়ার-চট্টগ্রাম, জাকিয়া পারভীন খানম-নেত্রকোনা, মোসা: তাহমিনা বেগম-মাদারীপুর, শিরীন আহমেদ-ঢাকা এবং জিন্নাতুল বাকিয়া-ঢাকা।
সবকিছু ঠিক থাকলে এই তালিকার সবাইকে দেখা যেতে পারে সংসদে।
নাম ঘোষণার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান প্রমুখ।