তুরস্কে ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১৫
বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১০ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
তুরস্কে একটি সাততলা ভবন ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় বুধবার বিকাল ৪টার দিকে ভবনটি ধসে পড়ে।
প্রাথমিকভাবে একজনের প্রাণহানির কথা বলা হলেও শুক্রবার তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা জানিয়েছেন, ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আনাদোলু এজেন্সি।
বুধবার কারাতাল জেলার ওই ভবনটি ধসে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, অ্যাম্বুলেন্স ও দমকলকর্মীরা। ভবনটিতে মোট ১২টি অ্যাপার্টমেন্টে ছিলো।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধসে পড়ার সময় অনেকেই ভবনে ছিলেন। ধ্বংসাবশেষের নিচে আটকাপড়াদের উদ্ধারে অভিযান চালায় জরুরি উদ্ধারকারী বাহিনী। তবে নানা প্রচেষ্টা সত্ত্বেও প্রাণহানি এড়ানো সম্ভভ হয়নি।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সোইলু বলেছেন, এ ঘটনায়ী দায়ীদের জবাবদিহির আওতায় আনা হবে।
তিনি বলেন, এই ঘটনায় যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের এটা নিশ্চিত করা উচিত যে, দায়ী শাস্তি দেওয়া হবে।