বিয়ানীবাজারে সড়ক দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৭ পূর্বাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম।।
বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম-আছিরগঞ্জ সড়কের গজারাই নামক স্থানে গত বুধবার বিকালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত আরেকজন ইন্তেকাল করেছেন (ইন্না-রাজিউন)।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত মনোহর আলী ভেড়াই (৬৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ বাড়িতে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
নিহত ভেড়াইয়ের বাড়ি তিলপাড়া ইউনিয়নের দাসউরা বড়বাড়ি। তিনি দুর্ঘটনার দিন নিহত রিয়াজ উদ্দিন মাস্টারের চাচাতো ভাই।
এদিকে এ দুর্ঘটনায় আহত সিএনজি চালক ফরিদ উদ্দিন আশংকামুক্ত রয়েছেন। তাকে সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
জানা যায়, বড়লেখায় নিকটাত্মীয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে গত বুধবার সিএনজি-অটোহুইলার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দু’জন গুরুতর আহত হন। এরমধ্যে আহত আরো একজন গত রাতে মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দুইয়ে দাড়ালো।
অপরদিকে দুর্ঘটনায় নিহত হাজি রিয়াজ উদ্দিন মাস্টারের জানাজা গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় দাসউরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক লোক জানাজায় শরিক হন।
পরে তার মরদেহ পঞ্চায়েত গোরস্থানে দাফন করা হয়েছে।