বড়লেখায় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

বিয়ানীবাজার বার্তা ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ৬:৫৮ অপরাহ্ণবিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলীতে লন্ডন প্রবাসি আমির সোহেল ফ্রিজ অ্যান্ড টিভি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার রাতে প্রধান অতিথি হিসেবে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী এ টুর্নামেন্টের উদ্বোধন করেন।
আছব্বির আলী মার্কেটের সামনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কার্যকরি কমিটির সভাপতি ময়নুল হক।
ক্রীড়া ধারাভাষ্যকার শিমুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইনজীবী গোপাল দত্ত, বড়লেখা সদর ইউপির প্যানেল চেয়ারম্যার সিরাজ উদ্দিন, স্থানীয় ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম, কোয়াব বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বাদশা, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব আশরাফ হোসেন, সদস্য মুজিবুল হক খোকন, সাংবাদিক রুয়েল কামাল, শিক্ষক এমরান হোসেন নামুন, জাগরণ সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি শাহরিয়ার জামান খালেদ, কাতার প্রবাসি রায়হান আহমদ, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি এমদাদুর রাজ্জাক রাব্বি, কাঠালতলী ক্রিকেট ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক আব্দুল আলীম শুভ, সহ-সাধারণ আক্তার হোসেন, শাহ আলম প্রমুখ।
এ টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নিচ্ছে।