বিয়ানীবাজারবার্তা২৪.কম: দেশব্যাপী বিএনপি, জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিয়ানীবাজার পৌরশহরে শান্তিপূর্ণ অবস্থান ও শান্তি মিছিল করেছে আওয়ামী লীগ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান, সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়ালসহ দলের দায়িত্বশীল নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলার প্রত্যেক ইউনিয়নে শান্তিপূর্ণ অবস্থান ও শান্তি মিছিল করে আওয়ামী লীগ। দলের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।