Wednesday, 22 March, 2023 খ্রীষ্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |
সম্মিলিত নাট্য পরিষদ সভাপতি মিশুর ইন্তেকাল, বাদ মাগরিব জানাজা ।। আ’লীগ, জাসদের শোক

মিশফাক আহমেদ মিশু       ৷  ছবি: আনিস মাহমুদ

সিলেট: সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি ও মহানগর জাসদের সভাপতি মিশফাক আহমেদ মিশু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

শনিবার ভোরে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ মাগরিব হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সাধারণ সম্পাদক রজত কান্তি বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোরে বাসায় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যায় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ধারণা করা হচ্ছে তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

সিলেট জেলা আওয়ামী লীগ ও জাসদের শোক : মিশফাক আহমেদ চৌধুরী মিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান ও জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া।

পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মিশফাক আহমেদ চৌধুরী মিশু’র মুত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়।

নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সর্বশেষ সংবাদ

Developed by :