লন্ডন: বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ কিছুক্ষণ আগে মারা গেছেন। মৃত্যূকালে তাঁর বয়স হয়েছিলো ৯৬ বছর । তিনি তাঁর সরকারি বাসভবন লন্ডনের বাকিংহ্যাম পেলেস থেকে ৫০০ মাইল দূরে স্কটল্যান্ডের বালমোর ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত জুনের শেষ দিকে তিনি স্কটল্যান্ড গিয়েছিলেন সেনাবাহিনীর একটি প্যারেড অনুষ্ঠানে যোগ দিতে। কিন্তু শারিরীক জটিলতার কারণে আর লন্ডন ফিরতে পারেননি।
মাত্র দুইদিন আগে (৬ সেপ্টেম্বর, মঙ্গলবার) কনজার্ভেটিভ পার্টির নবনির্বাচিত লীডার লিজ ট্রাস বালমোর ক্যাসেলের গ্রীন রুমে রানীর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের অনুমতি নিয়েছিলেন।
বৃহস্পতিবার দুপুর থেকেই রানীর শারিরীক অবস্থার অবনতির খবর ছড়িয়ে পড়ে। রানীর ছেলে, মেয়ে, নাতি, নাতনীসহ পরিবারের অন্যান্য সদস্যরা একে একে বালমোর ক্যাসেলে পৌঁছেন । এর কিছুক্ষণ পরই বার্কিংহ্যাম পেলেস থেকে রানীর মৃত্যূর আনুষ্ঠানিক ঘোষণা আসে। রানীর মৃত্যুতে গোটা বৃটেন শোকাহত।