Tuesday, 15 October, 2019 খ্রীষ্টাব্দ | ৩০ আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ |
এ জন্মে আর দেখা হলো না, এরশাদের মৃত্যুতে বিদিশা

ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে মর্মাহত হয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

রোববার সকাল ১০টা ২৫ মিনিটে বিদিশা এরশাদ তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমিও চলে গেলে। এত কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে, যেখানে থাকবে না কোনো রাজনীতি।’

বিদিশার ফেসবুক স্ট্যাটাস

এর আগে রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাতীয় পার্টির চেয়ারম্যান। এরশাদ মাইডোলিসপ্লাস্টিক সিনড্রোমে আক্রান্ত ছিলেন, রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতায়ও ভুগছিলেন তিনি।

 

Developed by :