Saturday, 4 February, 2023 খ্রীষ্টাব্দ | ২২ মাঘ ১৪২৯ বঙ্গাব্দ |
আ ফ ম কামালের মৃত্যুতে পররাষ্ট্র মন্ত্রীর শোক

সিলেট: সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট আইনজীবী, সমাজসেবক, আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট-১আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এক শোক বার্তায় পররাষ্ট্র মন্ত্রী বলেন, আ ফ ম কামাল সিলেট পৌরসভার চেয়ারম্যান হিসেবে পৌরবাসীর একজন জনপ্রিয় ও বিশ্বস্ত নেতা ছিলেন। তিনি সিলেট নগরীতে দলমত নির্বিশেষে একজন শিক্ষিত, জ্ঞানী, বিনয়ী ও বিশ্বস্হ ব্যাক্তি এবং নেতা হিসেবে সকলের কাছে সমাদৃত ছিলেন।

তাঁর মৃত্যুতে সিলেটবাসী একজন নিবেদিত প্রান সমাজকর্মী এবং আস্হাভাজন ব্যাক্তি ও নেতাকে হারালো।

তিনি মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে মরহুমে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

আবুল মাল আবদুল মুহিতের শোকঃ এ দিকে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আ ফ ম কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন,এক শোকবার্তায় তিনি মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

 

সর্বশেষ সংবাদ

Developed by :