Saturday, 3 December, 2022 খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত ৪ জনকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে একই পরিবারের চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা ভারতীয় বংশোদ্ভূত। এদের মধ্যে দুই ছেলে শিশুও ছিল। ওয়েস্ট দেস মইনসে নিজেদের বাড়ির ভেতরেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন তারা।

শনিবার সকালে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। এরা হলেন, চন্দ্রশেখর সাংকারা (৪৪), লাভানিয়া সাংকারা (৪১) এবং ১৫ ও ১০ বছর বয়সী দুই শিশু। তাদের নাম প্রকাশ করা হয়নি।স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ওই মরদেহগুলো উদ্ধার করেছে। নিহতদের শরীরে কয়েক দফা গুলির প্রমাণ পাওয়া গেছে। স্থানীয় পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।

কী কারণে এই হত্যাকাণ্ড চালানো হয়েছে তা এখনও পরিষ্কার নয়। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
 

সর্বশেষ সংবাদ

Developed by :