Saturday, 3 December, 2022 খ্রীষ্টাব্দ | ১৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ |
বিশ্বনাথে ক্যান্সার আক্রান্ত আব্দুস শহিদকে চিকিৎসা সহায়তা প্রদান

বিশ্বনাথ: বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রামপাশা গ্রামের মৃত কামাল উদ্দিনের পুত্র গাড়ি চালক ক্যান্সার আক্রান্ত আব্দুস শহিদকে চিকিৎসা সহায়তা হিসেবে ১ লাখ ৪৪ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

স্থানীয় আল ইক্বরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিভিন্ন ব্যক্তিবর্গ ও প্রবাসীদের কাছ থেকে প্রাপ্ত এই অনুদানের টাকা শুক্রবার সকালে ক্যান্সার আক্রান্ত আব্দুস শহিদের হাতে হস্তান্তর করা হয়।এসময় উপস্থিত ছিলেন উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, স্থানীয় ইউপি মেম্বার আজাদ আলী, সমাজসেবী ফয়জুন নুর, ইসলাম উদ্দিন, দুলাল আহমদ, দিলসাদ আহমদ, রফিজ আহমদ, আল ইক্বরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ছাদিকুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদ নুর, অর্থ সম্পাদক রাজু আহমদ, সদস্য ইব্রাহিম খলিল, আয়মান আহমদ, কাজল আহমদ, তারেক আহমদ, জিয়া উদ্দিন, আলিম উদ্দিন প্রমুখ।প্রদানকৃত চিকিৎসার সহায়তার ১লাখ ৪৪ হাজার টাকার মধ্যে আল ইক্বরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থা ১২হাজার টাকা, রামপাশা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আবুল কালাম ৪০ হাজার টাকা, আজিজুর রহমান ১০হাজার টাকা, সাইজুর রহমান ৭হাজার টাকা, আশরাফ আলী ৫হাজার টাকা, আব্দুর রহিম ৫হাজার টাকা, সিদ্দিকুর রহমান ৫হাজার টাকা, নূর আলম ৫হাজার টাকা,আরব আমিরাত প্রবাসী রুবেল আহমদ ৫হাজার টাকা, পাঠাকইন গ্রামের ব্যবসায়ী তবারক আলী ১০হাজার টাকা, জগন্নাথপুর উপজেলার যুক্তরাজ্য প্রবাসী তহুর উদ্দিন ৫হাজার টাকা, পাঁচঘরি গ্রামের সমাজসেবক সিরাজ মিয়া ৫হাজার টাকা, শেখপাড়া গ্রামের লন্ডন প্রবাসী ছাদিকুর রহমান ৫হাজার টাকা, জানাইয়া গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জয়নাল আহমদ ৫হাজার টাকা, শ্রীপুর গ্রামের জিতু মিয়া ৩হাজার টাকা,লন্ডন প্রবাসী আব্দুল কাদির, রামপাশা গ্রামের স্পেন প্রবাসী জুবেল আহমদ ২হাজার টাকা, সৌদিআরব প্রবাসী ফয়ছল আবেদীন ২হাজার টাকা, ইতালি প্রবাসী জুবায়ের আহমদ ২হাজার টাকা, নওধার গ্রামের ইতালি প্রবাসী সানোয়ার হোসেন চুনু ১হাজার টাকা, নরশিংপুর গ্রামের বশির আহমদ ১হাজার টাকা ও রামপাশা গ্রামের ইরন মিয়া ১হাজার টাকা প্রদান করেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :