Tuesday, 26 May, 2020 খ্রীষ্টাব্দ | ১২ জ্যৈষ্ঠ ১৪২৭ বঙ্গাব্দ |
রোনালদোর মহানুভবতায় মুগ্ধ খুদে ভক্ত

স্পোর্টস ডেস্ক:  গতকাল সোমবার জুভেন্টাস তাদের টুইটারে একটি ছবি পোস্ট করেছে। দুইজন খুদে ভক্তের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনলদো। ব্রিস্টলে থাকে দশ বছরের শিশু জোসেফ। শিশুটির ব্রেন টিউমার ধরা পড়ে ২০১৩ সালে। তবে মস্তিষ্কে অস্ত্রোপচারের পরে জোসেফ আপাতত ঠিক রয়েছে। সেই খবর রোনালদোর কানে পৌঁছাতেই জুভেন্টাস তারকা তাকে ডেকে পাঠান ইতালিতে।

জোসেফ ও তার পরিবারকে বিমানে আসার ব্যবস্থা করে দেন সি আর সেভেন নিজেই। আর সোমবার সকালে জুভেন্টাস ট্রেনিং গ্রাউন্ডে জোসেফের সঙ্গে দেখা করেন পর্তুগিজ তারকা। তার হাতে তুলে দেন ক্লাবের জার্সি এবং তোলেন ছবি।

বর্তমান সময়ের সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বকালের অন্যতম এই সেরা ফুটবলারের এমন মহানুভবতায় মুগ্ধ খুদে ভক্ত।

সোমবার সকালে জুভেন্টাস ট্রেনিং গ্রাউন্ডে জোসেফের সঙ্গে দেখা করেন পতুর্গিজ তারকা রোনালদো। তার হাতে জুভেন্টাসের ক্লাবের জার্সি এবং তোলেন ছবি।

জোসেফের মা কেলি বলেছেন, আমাদের কাছে গোটা ব্যাপারটা অকল্পনীয়। রোনালদোর মতো ব্যক্তিত্ব যে আমার ছেলের সঙ্গে দেখা করবেন, তা আমরা কল্পনাই করতে পারিনি। আমরা রোনালদো মহানুভবতা দেখে মুগ্ধ।

 

Developed by :