আন্তর্জাতিক ডেস্ক: ভারতের কেরালা রাজ্যের কায়াকুলাম এলাকার বাসিন্দা সজি চেরিয়ান। সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠিত একজন্য ব্যবসায়ী তিনি। তার প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় ৮শতাধিক মুসলিম কর্মী। গত বছরের রমজানে এদের জন্য তিনি নির্মাণ করে দিয়েছেন মসজিদ। মসজিদটির নাম রেখেছেন মরিয়ম উম্মে ঈসা। আর এবার রোজায় তিনি ইফতার করাচ্ছেন প্রায় ৮০০ কর্মীকে।

গালফ নিউজ জানিয়েছে, যে ভবনটিতে মসজিদ রয়েছে সেখানেই শীতাতাপ নিয়ন্ত্রিত কনভেনশন সেন্টারে বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ৮০০ কর্মীর জন্য এবার রমজানে ইফতারের ব্যবস্থা করেছেন সজি। ইফতারের মধ্যে রয়েছে খেজুর, তাজা ফল, স্ন্যাক্স, শরবত, পানি ও বিরিয়ানি। তিনি বলেন, ‘আমি বিভিন্ন ধরণের বিরিয়ানির আয়োজন করেছি। যাতে তারা প্রতিদিন একই ধরণের খাবার খেয়ে বিরক্ত না হয়।’

তিনি বলেছেন, ‘গত বছরের ১৭ রমজানে মসজিদের উদ্বোধন হয়েছিল। তাই ওই বছর কেবল বাকী রোজাগুলোর জন্য ইফতারের ব্যবস্থা করেছিলাম। চলতি বছর আমি এটি প্রত্যেক দিনের জন্য করেছি।’

আব্দুল কাইয়ুম নামে ৬৩ বছরের এক পাকিস্তানি গাড়ি চালক সজির প্রশংসা করে বলেন, ‘তার মতো লোককে বিশ্বের প্রয়োজন। তার মতো লোকেরা না থাকলে বিশ্ব ধ্বংস হয়ে যেত। আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে সুখী করুন।’