মঙ্গলবার (৩০ এপ্রিল) রাতে চন্দনপুরা দারুল উলুম মাদরাসা থেকে তাকে আটক করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউএনবি।এরপর দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ শেষে তাকে সিএমপির চকবাজার থানা হেফাজতে রাখা হয়েছে বলেও ওই প্রতিবেদনে জানায় ইউএনবি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. মাহাবুবর রহমান বলেন, “শাহজাহান চৌধুরীকে কয়েকজন সঙ্গীসহ পুলিশ আটক করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এর আগে ২০১৮ সালের ৩ আগস্ট নগরীর পাহাড়তলীর মুরগী ফার্ম এলাকার এক বিএনপির এক কাউন্সিলরের বাসায় দাওয়াত খেতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন শাহজাহান চৌধুরী। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে অন্তত অর্ধশত মামলা রয়েছে বলে পুলিশ জানায়।