Sunday, 2 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের আনন্দ অনুষ্ঠান আজ, প্রস্তুতি সম্পন্ন

বিয়ানীবাজার: বিয়ানীবাজারে কর্মরত সাংবাদিকদের দু’পর্বের বার্ষিক আনন্দ অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন।

বৃহস্পতিবার (আজ) বিকেল সাড়ে ৪টায় বিজিবি ৫২ ব্যাটালিয়নে (ক্যাফে সীমান্ত প্রাঙ্গন) প্রথম পর্ব ফ্যামিলী ডে অনুষ্ঠিত হবে।

এতে শুধুমাত্র সাংবাদিক পরিবারের সদস্যদের নিয়ে স্মৃতিকথন, গ্রুপ ফটোশেসন, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

মূল পর্ব ফ্যামিলি নাইট।

এতে পরিবারের সদস্যদের নিয়ে নানা আনন্দযজ্ঞের পাশাপাশি বেসকারি বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় কর্তৃক পেশাদার পাইলটের স্বীকৃতি অর্জন করায় পাইলট ইসতিয়াক উদ্দিন খানকে সম্মাননা স্মারক প্রদান করা হবে।

এ অনুষ্ঠানে সিলেটে কর্মরত বিয়ানীবাজারের অধিবাসী সাংবাদিক ও স্থানীয় পর্যায়ে কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকবেন।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ ও নৈশভোজে শরিক হবেন সাংবাদিক পরিবারের সদস্য ও সম্মানীত অতিথিজন।

 

Developed by :