Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |
সিলেটের জামিল দুবাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম

সিলেট: সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ১৩তম শায়েখ রাশিদ বিন মাকতুম কোরআন প্রতিযোগিতা-২০১৯ এ ৩০ পারা গ্রুপে হাফেজ জামিল আহমেদ বিন জাহির উদ্দীন ১ম স্থান অর্জন করেছেন।

দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতা ৫টি গ্রুপে অনুষ্ঠিত হয়। প্রথম পর্ব অনুষ্ঠিত হয় ২৮শে মার্চ। ফাইনাল রাউন্ড ৮ই এপ্রিল। ১৪ই এপ্রিল পুরস্কার বিতরণ করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশের ছাত্ররা আরব আমিরাতের এ প্রতিযোগিতায় অংশ নেয়। যেখানে প্রথম রাউন্ডের বাছাইপর্বে ছিলো ৩১৯জন প্রতিযোগী। ফাইনাল রাউন্ডে ছিলো ৫০জন।

প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী ১৮ বছর বয়সী জামিল আহমেদের বাড়ি সিলেটের জৈন্তাপুরে। ২০১৪ সালে সে হিফজ সমাপ্ত করে। ২০১৫ সালে ক্বারী নাজমুল হাসান পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসা ঢাকায় হিফজ শুনানী বিভাগে অধ্যয়ন শেষে বর্তমানে সে দুবাইতে এরাবিক স্কুলে গ্রেড টেনে পড়ুয়া। তাঁর পিতা জাহির উদ্দীন দুবাইতে আওক্বাফের একটি মসজিদের ইমাম।

উল্লেখ্য, জামিল আহমেদ গত বছর দুবাইতে শায়েখ হিন্দ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে।

 

সর্বশেষ সংবাদ

Developed by :