বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লবকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (আজ) রাতে বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে পৌরশহরের দক্ষিণ বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিপুল সংখ্যক ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
এরআগে বিকেল সাড়ে ৩টায় সিলেটে আবুল কাশেম পল্লব চেয়ারম্যান হিসেবে শপথ নেন।
লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও জালাবাদ এসোসিয়েশনের সভাপতি সাবেক ছাত্রলীগ নেতা আলহাজ বদরুল হোসেন খান।
আওয়ামী লীগ নেতা সাংবাদিক সজীব ভট্টাচার্যের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা পরিষদ সদস্য রেহানা বেগম, বিয়ানীবাজার উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা, উপজেলা আওয়ামী লীগের যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদস্য রুহুল আলম জালাল।
বক্তব্য রাখছেন প্রবাসী নেতা বদরুল খান
প্রধান অতিথির বক্তব্যে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিয়ানীবাজারবার্তা২৪.কম’র পরিচালক বদরুল খান বলেন, পৃথিবীর প্রত্যেক দেশে বিয়ানীবাজারবাসীর স্থান সর্বোচ্চে। আমরা আত্মমর্যাদা নিয়ে বসবাস করি।
তিনি বলেন, আমরা প্রবাসী হলেও মাতৃভূমির প্রতি টান ও দরদ রয়েছে। এজন্য বিয়ানীবাজারের সামগ্রীক উন্নয়নে প্রবাসীদের অবদান রয়েছে এবং আগামীতেও থাকবে।
সংবর্ধিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব বলেন, এখন বিয়ানীবাজারে সবচেয়ে বড় সমস্যা মাছবাজার। শহরে মাছ না থাকায় এর প্রভাব পুরো ব্যবসায়ীদের ওপর পড়ছে।
তিনি বলেন, আজ শপথ নিলেও দায়িত্ব পাব একমাস পর। এ সময়ের মধ্যে মাছবাজার সমস্যা সমাধানের জন্য উপজেলা চেয়ারম্যান, মেয়র, ইউএনওসহ দায়িত্বশীলদের প্রতি অনুরোধ করেন পল্লব।
নতুবা দায়িত্ব গ্রহণ করেই সকল প্রতিকূলতা দূর করে পৌরশহরে মাছবাজার ফিরে আনবো। এজন্য তিনি জনগণকে সাথে থাকার আহ্বান জানান।