Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ঐতিহাসিক দিনে শপথ নিলেন পল্লব জামাল রোকশানা

বিয়ানীবাজারবার্তা২৪.কম: বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়রাম্যান ঐতিহাসিক মুজিবনগর দিবসে শপথ গ্রহণ করেছেন।

বুধবার (আজ) বেলা সাড়ে ৩টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের হলরুমে তাদের শপথ পাঠ করান সিলেটের বিভাগীয় কমিশনার মো. মেজবাহ উদ্দিন চৌধুরী।

জনপ্রতিনিধি হিসেবে শপথ নিয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেন ও রোকশানা বেগম লিমা।

স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক অতিরিক্ত সচিব মতিউর রহমানের সভাপতিত্ব শপথ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক এম. ইমদাদুল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ প্রমুখ।

উল্লেখ্য, গত ১ এপ্রিল নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হয়। এরআগে ১৮ মার্চ পঞ্চম উপজেলা নির্বাচনে তারা বিজয়ী হন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :