Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




দুবাগ আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক সেবুল মেম্বারের ইন্তেকাল, আজ জানাজা।। শোক প্রকাশ

বিয়ানীবাজারবার্তা২৪.কম:  বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য ও দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী সেবুল মেম্বার ইন্তেকাল করেছেন (ইন্না…রাজিউন)।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টার তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন। দীর্ঘদিন থেকে তিনি হৃদরোগে ভোগছিলেন।

নুরুল ইসলাম চৌধুরী সেবুল মৃত্যুকালে স্ত্রী, সন্তান, রাজনৈতিক সহকর্মী, স্বজন ও প্রিয়জন রেখেছেন।

মরহুমের জানাযার নামাজ আজ শনিবার দুপুর ২টায় উত্তর দুবাগ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করা হয়েছে।

এদিকে দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী সেবুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, ভাইস চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা মো. জামাল হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা।

তারুণ্যদীপ্ত এ ৩ জনপ্রতিনিধি মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

Developed by :