Monday, 27 March, 2023 খ্রীষ্টাব্দ | ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




সরকারি বাসা ছাড়লেন সাবেক অর্থমন্ত্রী

ঢাকা: অবশেষে হেয়ার রোডের ছায়াবিথি-২ ছাড়লেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার (১০ এপ্রিল) বিকেলে তিনি তার সরকারি এ বাসভবন ছেড়ে দেন।

পূর্ত মন্ত্রণালয়ের আবাসন বিভাগের কর্মকর্তা লোকমান হোসেন জানান, বুধবার রাতে পিডাব্লিউডি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে চাবি বুঝিয়ে দেয়া হয়েছে।

আবুল মাল আবদুল মুহিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে গত বছরের শেষ দিকে রাজনীতি থেকে অবসর গ্রহন করেন। সরকারি কর্মকর্তাদের মত রাজনীতিতে তিনি অবসর গ্রহণের নজির সৃষ্টি করেন। সিলেটের তার নির্বাচনি আসন থেকে তার ভাই ড. এ কে আবদুল মোমেন বিপুল ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগের নেতৃত্বাধীন বর্তমান সরকারের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

এছাড়া এখনও সাবেক ৬ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী মিন্টো রোডের বাংলো এবং মিনিষ্টারর্স এ্যাপার্টমেন্ট (সরকারী ভিআইপি বাসভবন) নিজেদের দখলে রেখেছেন। নতুন মন্ত্রিসভায় স্থান না পাওয়া বা মন্ত্রী থেকে অব্যাহতি দেয়ার এক মাসের মধ্যে সরকারি এই সব বাসভবন ছাড়ার নিয়ম থাকলেও তা মানছেন না তারা।

 

Developed by :