Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




কালবৈশাখী ঝড়ে বিমানের ঈমান ফিরে আসল

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।।

বাংলাদেশ বিমানের মতিঝিল অফিসের একটি ছবি ফেসবুকে ঘুরছে। এতে বিমানের নিয়ন সাইনবোর্ডের ‘বি’ শব্দটি দেখা যাচ্ছে না। রাতে তোলা ছবিটিতে বিমানের স্থলে ‘ঈমান’ দেখাচ্ছে।

ছবিটি ফেসবুকে শেয়ার করে অনেকে হাস্যরসাত্মক মন্তব্য করছে। কেউ কেউ লিখেছে, ঝড়ের পর বিমানের ঈমান ফিরেছে।

আশিক জোহা নামের একজন ছবিটি একটি গ্রুপে শেয়ার করে লিখেছেন, “আজকের কালবৈশাখী ঝড়ে বিমানের ঈমান ফিরে আসল।”



আরেকজন নেটিজেন লিখেছেন, “একটি অক্ষর অর্থ পরিবর্তন করে দিতে পারে। কিন্তু ঈমান তোমার পরকালকে পরিবর্তন করে দিতে পারে।”

ধারণা করা হচ্ছে, কোনো কারণে ‘বি’ অক্ষর অংশ বৈদ্যুতিক সংযোগ পাচ্ছে না। তবে ঝড়ের কারণে সেটি হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, গত কয়েকদিন রাজধানী ঢাকায় কালবৈশাখীসহ কয়েক দফা ঝোড়ো হাওয়া বয়ে গেছে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে।

 

Developed by :