Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




পেরুতে বাসে আগুন, ২০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক্।। দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকেই।

রোববার রাতে দেশটির লিমার উত্তরাঞ্চলীয় সান মার্টিন ডি পোরেস জেলায় ফিওরি টার্মিনালে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক প্রতিবেদনে বলা হচ্ছে, বৈদ্যুতিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরে যায়।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বাসটি একটি স্টপে থামলে এতে আকস্মিক আগুন লেগে যায়। ওই সময় বাসটিতে অনেক যাত্রী ছিল। তবে ঠিক কতজন যাত্রী ছিল সে সম্পর্কে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

দমকল বিভাগের কর্মকর্তা লিউস মেজিয়া বলেন, এই অগ্নিকান্ডে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে।

 

Developed by :