Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




উচ্চ মাধ্যমিকে বিয়ানীবাজারে ২ হাজার ৬শ’ ৮৬ পরীক্ষার্থী

২০১৯ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।

সোমবার সকাল ১০টায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে বিয়ানীবাজার উপজেলায় ২ হাজার ৬৮৬জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে। প্রথম দিন অনুষ্ঠিত হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা।

সিলেট শিক্ষা বোর্ড সুত্রে জানা গেছে- এবার সিলেটে জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩১ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করছে ২ হাজার ৬শ ৮৬ জন শিক্ষার্থী।

উপজেলার ৬টি উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এইচএসসি ও সমমানের পরীক্ষা বিয়ানীবাজার সরকারি কলেজ ছাড়াও বিয়ানীবাজার বালিক উচ্চ বিদ্যালয় ও পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে কলেজ অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ জানান, নকলমুক্ত পরিবেশে শিক্ষার্থী সুষ্ঠুভাবে পরীক্ষা দিচ্ছে। আশা করছি সামনের পরীক্ষাগুলো এভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।

উল্লেখ্য, গত বছর বিয়ানীবাজার উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় ২ হাজার ৪৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল।

 

Developed by :