Sunday, 2 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে সিকিউরিটি চেক পার হলেন শিক্ষামন্ত্রী

এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে- শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিকিউরিটি চেক পার হয়েছেন লাইনে দাঁড়িয়ে। পাঁচ শতাধিক মানুষের লাইনে ঘণ্টাখানেক দাঁড়িয়ে তিনি সিকিউরিটি চেক পার হন। তার ওই ছবিটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

রোববার ঢাকা থেকে বিমানযোগে চট্টগ্রাম যান তিনি। সেখানে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে যোগ দেন।

এর আগে রোববার সকালে বিমাবন্দরের সিকিউরিটি চেক পার হন তিনি। সম্প্রতি অস্ত্র নিয়ে বিমানবন্দরের অভ্যন্তরে বেশ কয়েকটি ঘটনায় নিরাপত্তা জোরদার হয়। নিরাপত্তাকর্মীরা দীপু মনিকে আলাদাভাবে সিকিউরিটি চেক পার হতে বললেও তিনি তাতে রাজি হননি।

বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ফেসবুকে তার লাইনে দাঁড়িয়ে থাকার ছবি প্রচার করেন। তারা নিজেদের মুগ্ধতাও প্রকাশ করেন। এর আগে উপজেলা পরিষদ নির্বাচনে চাঁদপুর নিজ এলাকায় লাইনে দাঁড়িয়ে ভোট দেন শিক্ষামন্ত্রী। তার ওই ঘটনা দেশে বেশ আলোচিত হয়।

 

Developed by :