Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজার পৌরশহরে বজ্রপাতে বিধ্বস্ত গাছ

বিয়ানীবাজারবার্তা২৪.কম।।।

বিয়ানীবাজার পৌরশহরের লাসাইতলা বিজিবি ক্যাম্প রোডে আজ সকাল ৯ টার সময় বজ্রপাত সংঘটিত হয়। বজ্রপাতেে কারো কোনো ক্ষতি না হলেও রাস্তার পাশের একটি আকাশী গাছ সম্পূর্ণ ভেঙ্গে যায়। প্রত্যক্ষদর্শী এক পথচারীর ভাষ্য মতে হঠাৎ বিজলী চমকানোর পর দেখেন তার সামনের গাছটিতে ফাটল। বজ্রপাতের  কিছুক্ষণ পর পুরো গাছটি এলাকাবাসী কেটে ফেলেন। তারপর তা সকলে ভাগাভাগি করে নিয়ে নেন। আসলে এরকম বজ্রপাতে বিধ্বস্ত গাছ থেকে কি পাওয়া যায় তার উত্তর উপস্থিত কেউ দিতে পারেননি। সরেজমিনে গিয়ে দেখা যায় গাছটি সরকারি সম্পত্তি যদিও তা লিজ দেয়া হয়েছে।

 

Developed by :