বিয়ানীবাজারবার্তা২৪.কম: সম্প্রতি আসামে নিপীড়িত এবং সর্বহারা বাঙালিদের পক্ষে কলম যোদ্ধা হয়ে সম্মুখ সমরে লড়াই করার জন্য বিশ্ব বাঙালি উপাধি এবং পুরস্কারে মনোনীত করা হয়েছে পঞ্চখণ্ডের ভূমিপুত্র ও ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক তপোধীর ভট্টাচার্যকে।
শনিবার (৩০ মার্চ) ঢাকায় বিশ্ব বাঙালি সংঘের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়।’
বিশ্ব বাঙালি পুরস্কার’-২০১৯ পাচ্ছেন ৫ জন বিশিষ্ট বাঙালি, তারা হলেন—প্রফেসর এমিরেটস সিরাজুল ইসলাম চৌধুরী (বাংলাদেশ), অধ্যাপক সুভাষ চন্দ্র মুখোপাধ্যায় (ভারত), অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ (বাংলাদেশ), কবি পার্থ বসু (ভারত), অধ্যাপক তপোধীর ভট্টাচার্য (ভারত)।২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি ঢাকায় এই সম্মাননা এবং পুরস্কারের অর্থমূল্য আনুষ্ঠানিক ভাবে প্রদান করা হবে।
উল্লেখ্য, ড: তপোধীর ভট্টাচার্য বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রামের কৃতি সন্তান, বৃটিশ বিরোধী আন্দোলনের সিংহ পুরুষ তারাপদ ভট্টাচার্যের প্রথম সন্তান। আসামের বিধান সভায় ১৯৬২-৬৭ সাল পর্যন্ত শিলচরের কাটিয়াদি এলাকার নির্বাচিত সদস্য ছিলেন তারাপদ ভট্টাচার্য।