Sunday, 26 March, 2023 খ্রীষ্টাব্দ | ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




বিয়ানীবাজার পৌরশহরে রাস্তার মধ্যখানে বৈদ্যুতিক খুঁটি রেখে আরসিসি ঢালাই!

 

মোঃ জয়নুল ইসলাম ।।

বিয়ানীবাজার পৌরশহরের প্রমথ নাথ রোড তথা কলেজ রোডে দু-ুএক দিনের মধ্যে শুরু হবে আরসিসি ঢালাইয়ের কাজ। মেইন রোড পয়েন্ট হতে কলেজ গেইট পর্যন্ত উভয় পাশের প্রশস্হ ড্রেন নির্মাণ শেষ হয়েছে গত কয়েকদিন পূর্বে। প্রায় ৪৯ লক্ষ টাকা ব্যয় হচ্ছে এ প্রকল্পে। এত টাকা খরচ করে রাস্তা তৈরি করেও বৈদ্যুতিক খুঁটির কারণে এর সুফল ভোগ করতে পারবেনা সাধারণ জনগণ। রাস্তার উভয় পাশে ছোট-বড় প্রায় ২৫/৩০ টির মত বৈদ্যুতিক খুঁটি সেই আগের মত দাঁড়িয়ে আছে। সরেজমিনে গিয়ে দেখা যায় রাস্তা ঢালাইয়ের জন্য বালি ও কংক্রিটের মিশ্রণ ফেলে আজ সকাল থেকে পানি ঢেলে গর্ত গুলো সমান করা হচ্ছে। বৈদ্যুতিক খুঁটি রাখা অবস্থায় এ কাজ কেন করা হচ্ছে এ বিষয়ে কর্মরত সাইট কন্ট্রোলারকে জিজ্ঞেস করলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। এ বিষয়ে বিয়ানীবাজার পৌরসভার ইন্জিনিয়ার আশরাফুল ইসলামের সাথে ফোনে যোগাযোগকালে তিনি বলেন আমরা রাস্তার কাজ শুরুর আগে বিয়ানীবাজার পল্লীবিদ্যুত অফিসের কাছে লিখিত ও মৌখিকভাবে খুঁটি সরানোর জন্য একাধিকবার আবেদন করি। কিন্তু তারা আমাদের ডাকে সাড়া দেন নি।

এ বিষয়ে তাদের আচরণে আমরা বিরক্ত বোধ করছি। আমাদের এই কাজের প্রকল্পের মেয়াদ আগামী জুনে শেষ হবে। রাস্তার কাজ শেষ হওয়ার পিছনে আমাদেরও গাফিলতি আছে তার জন্য আমরা সকলের কাছে ক্ষমাপ্রার্থী। আমরা বৈদ্যুতিক খুঁটির গুড়ি গুলোতে কর্কসিট বসিয়ে বাকিটুকু ঢালাই করে ফেলবো তাদের (পল্লী বিদ্যুত) যখন ইচ্ছা তখন খুঁটি সরানোর ব্যবস্হা করুক। এ বিষয়ে আমাদের আর কিছু করার নেই। একপর্যায়ে পল্লী বিদ্যুতের অফিসের ডিজি এম অভিলাস পালের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন বিয়ানীবাজার পৌরসভা আমাদের কাছে আবেদন করেছিল ঠিকই কিন্তু বর্তমানে আমাদের এ বিষয়ে কোন প্রকল্প না থাকায় খুঁটিগুলো সরানো সম্ভব নয়। আমরা প্রকল্পের আবেদন করেছি এটা পাস হলে কাজে ধরবো। এখন পৌরসভা তাদের কাজ করুক আমরা আমাদের কাজ পরে করবো।

 

Developed by :