Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ঘুরে দাঁড়াতে চায় বিএনপি, তৃণমূলে তারেকরে বার্তা

ঢাকা: ৩০ ডিসেম্বরের নির্বাচনে ফল বিপর্যয়ের পর এখন দল গোছানোর কাজে মনোযোগ দিয়েছে বিএনপি। ইতিমধ্যেই হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করার উদ্যোগ নিয়েছে দলের হাইকমান্ড। নিয়মিত জেলা নেতাদের সঙ্গে স্কাইপিতে যোগাযোগ করছেন লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে অন্তত ৩০ জেলার শীর্ষ পর্যায়ের নেতার সঙ্গে কথা বলেন তিনি।

সংশ্লিষ্ট জেলার সাংগঠনিক অবস্থা জানার পাশাপাশি করণীয় কী- এমন নানা বিষয়ে তৃণমূল নেতাদের মতামত নেন তিনি। এরপর নেতা-কর্মীদের হতাশা কাটিয়ে দলকে সুসংগঠিত করার পাশাপাশি যে কোনো মূল্যে ঐক্য ধরে রাখার দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারেক রহমান। ২০ দলীয় জোটের শরিক দল জামায়াতের সঙ্গে সম্পর্ক রাখা না রাখা নিয়েও মতামত নেওয়া হচ্ছে। একই সঙ্গে আগামী দিনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে অংশ নিতে তৃণমূল নেতাদের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান বিএনপির এই শীর্ষ নেতা।

দলীয় সংশ্লিষ্ট সূত্রে, রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয়তলায় প্রায় প্রতিদিনই অন্তত দুটি জেলার নেতাদের সঙ্গে স্কাইপিতে বৈঠকে বসছেন তারেক রহমান। সর্বশেষ গত বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরের জেলা পর্যায়ে বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেন তিনি। এর মধ্যে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, জয়পুরহাট, বরিশাল মহানগর, উত্তর, বরিশাল দক্ষিণ, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ এবং জামালপুরসহ ৩০টি জেলার নেতাদের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রথমে একে একে সবার বক্তব্য শুনেন তিনি। এরপর শেষে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

 

সর্বশেষ সংবাদ

Developed by :