Sunday, 2 April, 2023 খ্রীষ্টাব্দ | ১৯ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




আ.লীগের ৩২ নেতাকর্মী আটক

নির্দিষ্ট সময়ের পরও নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে গাজীপুরের শ্রীপুর থেকে আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মীকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানায়নি পুলিশ।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম জানান, উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে নির্বাচনী প্রচারণা চালানোর অপরাধে আওয়ামী লীগের ৩২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

Developed by :