সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ওবায়দুল কাদের শারীরিকভাবে এখন সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে তার পরিবারের সদস্যদের জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী। তিনি কাদেরের চিকিৎসার সমন্বয়ক হিসেবে রয়েছেন।
আজ বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টার দিকে ডা. রিজভী জানান, ওবায়দুল কাদের এখন শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। তার অ্যান্ডো ট্র্যাকিয়াল টিউব খুলে ফেলা হয়েছে এবং আস্তে আস্তে ঘুমের ওষুধও কমিয়ে দিয়েছেন চিকিৎসকরা। ওবায়দুল কাদেরের সঙ্গে ডা. রিজভীর কথাও হয়েছে বলে তিনি জানিয়েছেন।