Friday, 24 March, 2023 খ্রীষ্টাব্দ | ১০ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




আশেকান ভক্ত মুরিদের পদভারে মুখরিত কুতুববাগ দরবার শরীফ

“ইয়া আল্লাহু! ইয়া রাহমানু! ইয়া রাহিম! ইয়া রাহমাতাল্লিল আলামীন!”-এই ধ্বনিতে বৃহস্পতিবার বাদ ফজর থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ বন্দর কুতুববাগ দরবার শরীফে তিন দিনব্যাপী ওরছশরীফ ও বিশ্বজাকের ইজেতমা।

দয়াল দরদী দাদাপীর শাহানশাহে তরিকত মোফাসসিরে কোরআন শাহসূফী আলহাজ হযরত মাওলানা কুতুবুদ্দীন আহমদ খান মাতুয়াইলী (রহ:)-এর পবিত্র ওফাত উপলক্ষে পবিত্র কোরআন তিলওয়াত ও ফাতেহা শরীফ পাঠের মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক মহাপবিত্র ওরছশরীফ ও বিশ্বজাকের ইজতেমার কার্যক্রম।

 



এ উপলক্ষে দেশ ও দেশের বাইরে থেকে অসংখ্য আশেককান-জাকেরান ও ভক্তসহ ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছে ওরছ শরীফের ময়দান। পুরুষ ও মহিলাদের জন্য তৈরি করা হয়েছে আলাদা আলাদা প্যান্ডেল।

 



ওজু- গোসলের সুব্যবস্থার পাশাপাশি আছে সার্বক্ষণিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং ফায়ার সার্ভিসের টিম ও বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা।

 



আশেকান জাকেরান ভক্ত মুরিদেরা আজ শুক্রবার রাতেরর শেষ প্রহরে রহমত পালন ও জুম্মারর নামাজ আদায় করেন খাজাবাবা কুতুববাগীর সাথে।

 



শনিবার (আজ) রহমত পালনেরর পর বাদ ফজর বিশ্ববাসির কল্যাণ ও শান্তি কামনায় আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ওরছ শরীফ সমাপ্ত হবে।

 






















 

সর্বশেষ সংবাদ

Developed by :