বিয়ানীবাজারবার্তা২৪.কম।।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মহানগরীর ১৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ সিরাজ।
গত ২০ ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক শেলী সালেহিন স্বাক্ষরিত এক অফিস আদেশে পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরের জন্য অস্থায়ী ভিত্তি এ নিয়োগ দেয়া হয়। ১ ফেব্রুয়ারি থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে বলেও আদেশে উল্লেখ করা হয়।
মঙ্গলবার সকালে এ সংক্রান্ত চিঠি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের কাছ থেকে হাতে পেয়েছেন বলে সিলেটভিউকে নিশ্চিত করেছেন জাবেদ সিরাজ।