Wednesday, 22 March, 2023 খ্রীষ্টাব্দ | ৮ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ |




ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ৮০০ টাকায় কিডনি ডায়ালাইসিস

বিয়ানীবাজারবার্তা২৪.কম ডেস্ক।। 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ৮০০ টাকায় শুরু হয়েছে।রোগীকে কিছু কিনতে হবে না।

এছাড়া কানের সকল টেস্ট স্বল্প মূল্যে করা যাবে।ওডিও মেট্রি।

চর্ম ও যৌন বিভাগে ইলেক্ট্রকোয়াটারি মেশিন ও কার্বন ডাই অক্সসাইড কোয়ার্টারি যন্ত্র কেনা হয়েছে।সকল চর্ম সার্জারী এখন থেকে হাসপাতালে স্বলপ মূলে করা যাবে।
কাথল্যাব, এম আর আই। সিটি স্কেন মেশিন এপ্রিল এ চালু হবে।

হাসপাতাল আপনাদের সম্পদ এর সার্বিকমান রক্ষার্থে আপনাদের সজাগ থাকতে হবে। দুস্টচক্র আমাকে সড়ানোর জন্য সার্বক্ষণিক চেস্টা অব্যাহত রাখছে।আমার রিজিক যতদিন আল্লাহ রাখবে আমি ততদিন কাজ করে যাব ইনশাআল্লাহ।
আপনাদের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ।
___________________________________

ব্রিগেডিয়ার ডা. নাসির উদ্দিন আহমেদ

পরিচালক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।

 

সর্বশেষ সংবাদ

Developed by :